Monday, October 7, 2024
Homeরাজনীতিবিএনপি সুষ্ঠু ভোটের কথা বললে আমার খুব হাসি পায় : শেখ হাসিনা

বিএনপি সুষ্ঠু ভোটের কথা বললে আমার খুব হাসি পায় : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি এখন সুষ্ঠু ভোটের কথা বলে। এটা তারা কোন মুখে বলে? মানুষের ভোটের অধিকার তো জিয়াউর রহমানই হরণ করেছে। আমার খুব হাসি পায়, যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে।’

প্রধানমন্ত্রী আজ শনিবার (১৫ জুন) গণভবনে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৪ সালে কৃত্রিমভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। ওই সময় নগদ টাকায় কেনা খাদ্যও কিন্তু আসতে দেওয়া হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে এটা করা হয়েছিল। সেটাতেও যখন সফল হয়নি, তারপরই তো ১৫ আগস্ট ঘটাল। এখনও কিছু লোকের সেই চেষ্টা আছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় এসেছিল, তারা মানুষের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছে। একইসঙ্গে তারা এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। জিয়াউর রহমান হ্যাঁ/না ভোটের মাধ্যমে অবৈধ ক্ষমতাকে বৈধ করেন। পরে ক্ষমতার মসনদে বসে দল গঠন করেন।’

‘জিয়ারই পদাঙ্ক অনুসণ করে এরশাদও এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে’, যোগ করেন প্রধানমন্ত্রী।

কৃষকদের আরও বেশি করে ফসল ফলানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের খাদ্য চাহিদার কথা চিন্তা করে আমরা কৃষিতে ভর্তুকি দেই। আমাদের জনসংখ্যা বেশি। কাজেই আমাদের খাদ্য উৎপাদনে জোর দিতে হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments