Monday, January 13, 2025
HomeSportদেশে ফিরছেন না সাকিব

দেশে ফিরছেন না সাকিব

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। হত্যা মামলায় দোষী সাব্যস্ত না হওয়ায় তার খেলতে কেনো বাধা নেই বলে জানিয়েছে বিসিবি। দ্বিতীয় টেস্টে খেলার অনুমতি পেলেও সহসাই দেশে ফেরা হচ্ছে না ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিসিবির একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় টেস্ট শেষে দলের সঙ্গে ফেরা হচ্ছে না সাকিবের। প্রায় ৯ বছর পর ইংলিশ কাউন্টি খেলতে তিনি ইংল্যান্ডে যাবেন। তাকে সারে ক্রিকেট দলের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে। সারের হয়ে একটি চারদিনের ম্যাচ খেলবেন সাকিব। এই ম্যাচ খেলতে সাকিবকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাকিবকে ছাড়পত্র দেয়া হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর সমারসেটের বিপক্ষে সারের হয়ে মাঠে নামবেন সাকিব। জানা গেছে, সেই ম্যাচ শেষ করে ভারতের বিমান ধরবেন তিনি। সেখানে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্তরা। সবমিলিয়ে লম্বা সময়ের জন্য দেশের বাইরে থাকতে হবে সাকিবকে।

আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। যেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। এই সফরে বাংলাদেশ ৩টি টি-টোয়েন্টিও খেলবে। আর আগামী ৬ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ১২ অক্টোবর।

উল্লেখ্য, ২০০৯-১০ সালে প্রথমবারের মতো ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়েছিলেন সাকিব। সেবার ওস্টারশায়ারের হয়ে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি। এছাড়া ২০১৩ সালে ন্যাটওয়েস্ট টি-২০ ব্ল্যাস্টে খেলেন লেস্টারশায়ারের হয়ে। দীর্ঘ এক দশক পর ফের কাউন্টিতে নাম লেখালেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments