রাজধানীর সচিবালয় সংলগ্ন এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (২৫ আগস্ট) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক লাইভে অভিযোগ করেন, আনসার সদস্যরা ছাত্রনেতাদের অবরুদ্ধ করে রেখেছে। এসময় তাকে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হওয়ার আহ্বান জানাতে দেখা যায়।
এদিন দুপুর থেকেই বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন আনসার বাহিনীর সদস্যরা। এ সময় সচিবালয়, প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকায় ব্যারিকেড দিয়ে আন্দোলন করছিলেন তারা।
ফলে যান চলাচল বন্ধ হয়ে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তাদের দাবির মধ্যে রেস্ট প্রথা বাতিল, জাতীয়করণের দাবি অন্যতম।
বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের সাথে বৈঠক শেষে জানিয়েছিলেন, রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিবেচনা করা হবে বলে তিনি জানান।