Friday, January 23, 2026
Homeসারাদেশবৈরী আবহাওয়ার মাঝেও দেশের নানা স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট

বৈরী আবহাওয়ার মাঝেও দেশের নানা স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট

বৈরী আবহাওয়ার মাঝেও দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। আজ শুক্রবার (৩০ মে) সাপ্তাহিক ছুটির দিনে বৃষ্টির মাঝেই পশু পছন্দ করছেন ক্রেতারা।

এদিন দুপুরের পর থেকেই ক্রেতাদের পদচারণায় মুখর হতে থাকে নওগাঁর চৌবাড়িয়া পশুর হাট। বিশাল আকৃতি ও বাহারি নামের পশুর প্রতি আকর্ষণ থাকলেও ক্রেতাদের চাহিদার শীর্ষে ছোট ও মাঝারি গরু।

হাটে পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও কাঙ্ক্ষিত বেচাকেনা না হওয়ায় হতাশ খামারিরা। তবে শেষ মুহূর্তে বেচাকেনা বাড়বে বলে আশা তাদের।

রাজশাহীর তাহেরপুর হাটেও বেলা বাড়ার সাথেসাথে বাড়তে থাকে ক্রেতাদের আনাগোনা। বিক্রেতারাদের হাঁকডাকে মুখর চারপাশ। তবে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মুনাফা নিয়ে শঙ্কায় তারা।

বিক্রেতারা বলছেন, এখনও প্রত্যাশা অনুযায়ী বিক্রি শুরু হয়নি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটগুলো ধীরে ধীরে জমে উঠতে শুরু হয়েছে। হাটগুলোর নিরাপত্তা জোরদারে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments