পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিয়েছে আরব বিশ্বসহ মুসলিম প্রধান দেশগুলো। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় হিজরি বর্ষের শেষ মাসের চাঁদ দেখার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জ্যোতির্বিদরা ধারণা করছেন, টেলিস্কোপ ব্যবহারের মাধ্যমে মধ্য এবং পশ্চিম এশিয়া থেকে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। এছাড়া আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশ থেকে জিলহজের চাঁদ দেখা যেতে পারে। অন্যদিকে আমেরিকান বিভিন্ন অঞ্চল থেকে খালি চোখেই চাঁদ দেখা যাবে।
এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিদ কেন্দ্রের আল-খাতম জ্যোতির্বিদ পর্যবেক্ষণ জানিয়েছে, জিলহজের মাসের নতুন চাঁদ সৃষ্টি হয়েছে। যেটি সূর্য থেকে ১২ ডিগ্রি দূরত্বে অবস্থান করছে এবং নতুন চাঁদটি ১৮ ঘণ্টা অতিক্রম করেছে। ফলে আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভবনা রয়েছে।
সৌদি আরবের সুপ্রিম কোর্টও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। ‘কেউ খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখলে তাকে নিকটস্থ কোর্টে অবহিত করতে বলা হয়েছে। কেউ সরাসরি কোর্টের সঙ্গে যোগাযোগ করতে না পারলে স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বানও জানিয়েছে সুপ্রিম কোর্ট।
জিলহজ হিজরি সনের ১২তম মাস। এ মাসেই পবিত্র হজ এবং কুরবানী পালিত হয়। পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি ইতোমধ্যে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয়েছেন।