Wednesday, May 28, 2025
Homeসারাদেশবিদেশ যেতে নিষিদ্ধ হলেন সাবের হোসেন চৌধুরী

বিদেশ যেতে নিষিদ্ধ হলেন সাবের হোসেন চৌধুরী

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তাঁর স্ত্রী ও চার সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।

সাবের হোসেন চৌধুরী ছাড়াও তাঁর স্ত্রী রেহেনা চৌধুরী, ছেলে হামদান হোসেন চৌধুরী, আরজ আলম চৌধুরী, মেয়ে রাইমা চৌধুরী ও আলীশা বাবর চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সাবের হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। পরে শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগের মামলায় গত বছরের ৬ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন সাবের হোসেন চৌধুরী। দুই দিন পর তিনি জামিনে মুক্তি পান।

সাবের হোসেন চৌধুরী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments