Wednesday, May 28, 2025
Homeসারাদেশসাবেক বিমানবাহিনী প্রধানসহ ১৬ জনের বিদেশযাত্রা নিষিদ্ধ, হান্নানের ব্যাংক হিসাব জব্দ

সাবেক বিমানবাহিনী প্রধানসহ ১৬ জনের বিদেশযাত্রা নিষিদ্ধ, হান্নানের ব্যাংক হিসাব জব্দ

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান ও তাঁর স্ত্রী শান্তনা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আর শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদারের স্ত্রী মনোয়ারা সিকদারসহ ১৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ শনিবার এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, সাবেক বিমানবাহিনীর প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

দুদক লিখিতভাবে আদালতকে বলেছে, শেখ আবদুল হান্নানের ৩৮টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। সর্বশেষ তাঁর ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। তিনি ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন। আদালত শুনানি নিয়ে সাবেক বিমানবাহিনীর এই প্রধানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

সাবেক এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক সংসদ সদস্য আতিকুর রহমান ও তাঁর স্ত্রী শান্তনা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক। দুদকের আবেদনে বলা হয়, আতিকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। শুনানি নিয়ে আদালত আতিকুর ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

মনোয়ারাসহ ১৫ জনের নিষেধাজ্ঞা

সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদারের স্ত্রী মনোয়ারা হক সিকদার, তাঁর মেয়ে পারভীন হক সিকদারসহ ১৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তাঁদের প্রত্যেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

বাকি যে ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁরা হলেন মোহাম্মদ শরীফ উজ্জামান, ইসমাইল, ফজলে রাব্বি, তাওসিফ সাইফুল্লাহ, আরিফ হাসান, সৈয়দ রইস উদ্দিন, এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মোসতাক আহমেদ, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, মাবরুর হোসেন ও রজব আলী।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা থেকে ব্রডওয়ে রিয়েল এস্টেটের নামে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ৪৯০ টাকা ঋণ দিয়ে সেটি আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ ঘটনার সঙ্গে জড়িত মনোয়ারা, পারভীনসহ ১৫ জন বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments