একটা সময় ব্যালন ডি’অর মানেই ছিল লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর আধিপত্য। যৌথভাবে এই দুই তারকার দখলে আছে ১৩টি ব্যালন ডি’অর। তবে, ক্যারিয়ারের শেষলগ্নে এসে আর সেই আধিপত্য ধরে রাখতে পারলেন না এই দুই তারকা। তাদের কেউই নেই ২০২৪ এর ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। ২০০৩ সালের পর এই প্রথম এ দুই মহাতারকা মনোনয়ন পেলেন না।
গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) ব্যালন ডি’অর প্রত্যাশী ৩০ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী। এই তালিকায় নেই মেসি-রোনালদোর মতো বিশ্বখ্যাত তারকারা। ২০২৩ সালের ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছিলেন রোনালদো। সেবারই নজির গড়ে অষ্টমবার ব্যালন ডি’অর উঠেছিল মেসির হাতে। তাহলে কি বিশ্ব ফুটবলে শেষ মেসি-রোনাল্ডো যুগ? ইঙ্গিত মিলতেই মন খারাপের সুর ফুটবলপ্রেমীদের মনে।
ব্যালন ডি’অর ২০২৪ এর জন্য মনোনীত ৩০ পুরুষ ফুটবলার: এমিলিয়ানো মার্তিনেজ, জুড বেলিংহাম, ফিল ফোডেন, ফেডেরিকো ভালভার্দে, রুবেন দিয়াস, আর্লিং হলান্ড, নিকো উইলিয়ামস, গ্রানিত শাকা, আরতেম ডোভবিক, টনি ক্রুস, ভিনিসিয়াস জুনিয়র, দানি ওলমো, ফ্লোরিয়ান উইর্টজ, মারটিন ওডেগার্ড, ম্যাট হামেলস, কোল পালমার, হ্যারি কেইন, রদ্রি, ডেকলান রাইস, ভিতিনহা, লামিন ইয়ামাল, দানি কারভাহাল, উইলিয়াম সালিবা, বুকায়ো সাকা, হাকান কালহানগলু, কিলিয়ান এমবাপ্পে, আন্তোনিও রুদিগার, আদেমোলা লুকম্যান, আলেহান্দ্রো গ্রিমালডো এবং লাউতারো মার্তিনেজ।
এ বছরের ব্যালন ডি’অর ঘোষণা করা হবে ২৮ অক্টোবর। পুরস্কারের লড়াইয়ে যারা আছেন, তাদের ২০২৩ সালের ১ আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্সকে মূল্যায়ন করা হয়েছে। এই লড়াইয়ে বেশ এগিয়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামের মতো রিয়াল মাদ্রিদের তারকারা।