Wednesday, November 20, 2024
HomeSportটেস্ট ক্যারিয়ারের অন্যতম দুর্দান্ত এক ইনিংস খেললেন লিটন কুমার দাস

টেস্ট ক্যারিয়ারের অন্যতম দুর্দান্ত এক ইনিংস খেললেন লিটন কুমার দাস

টেস্ট ক্যারিয়ারের অন্যতম দুর্দান্ত এক ইনিংস খেললেন লিটন কুমার দাস। সাদা পোশাকে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে আজ রোববার (১ সেপ্টেম্বর) লিটনের ব্যাট থেকে আসে ১৩৮ রানের অনবদ্য এক ইনিংস। যাতে ভর দিয়ে বিপর্যয় কাটিয়ে বাংলাদেশ পার করে স্মরণীয় এক দিন।

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ ২৬ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন লিটন। মিরাজের ব্যাট থেকে আসে ৭৮ রান। তাতে বাংলাদেশ পায় ২৬২ রানের সংগ্রহ। দিনের শুরুতে যাদের চোখ রাঙাচ্ছিল ফলোঅন, তারাই শেষ বিকেলে সুবিধাজনক স্থানে।

দুর্দান্ত এই ইনিংস ও বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পেছনে মিরাজের অবদান বেশি বলে মনে করেন লিটন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, মূলত মিরাজের ব্যাটিংয়ে বদলে গেছে সব। দল ফিরে পায় আত্মবিশ্বাস।

লিটন বলেন, ‘যখন আমাদের ছয় উইকেট পড়ে যায়, সে সময়টায় পাকিস্তান দারুণ বল করছিল। ওদের খেলতে বেশ কষ্ট হচ্ছিল। তখন মিরাজকে বলছিলাম, দেখেশুনে খেলতে হবে। আমি লম্বা কোনো পরিকল্পনা করে এগোইনি। তবে, পাকিস্তানি বোলারদের মিরাজ কয়েকটি বাউন্ডারি মারে। তার সেসব চার বেশ দ্রুত এসেছিল। তখনই আত্মবিশ্বাস ফিরে আসে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments