Wednesday, November 20, 2024
Homeজাতীয়জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে সই করেছেন ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে সই করেছেন ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘের ‘গুম থেকে রক্ষার আন্তর্জাতিক কনভেনশন’–এ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার তিনি এই কনভেনশনে সই করেন।

প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত ওই সনদে বলা হয়, ২০০৬ সালের ২০ ডিসেম্বর নিউইয়র্কে গৃহীত হয়েছিল বলপ্রয়োগকৃত নিখোঁজ থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন।  তাই আমি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কনভেনশনটি বিবেচনা করে, এতে সম্মত হয়েছ। এবং এর মধ্যে থাকা শর্তাবলি পালন ও পালন করার জন্য বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকারবদ্ধ।

সাক্ষ্য হিসেবে, আমি ২৯ আগস্ট, ২০২৪-এ  বাংলাদেশে যোগদানের এই সনদে স্বাক্ষর করেছি।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা বাংলাদেশ নিয়ে গত কয়েক বছরে বেশ সমালোচনা করে গেছে। কিন্তু যারা ক্ষমতায় ছিলেন সেই অর্থে মানবাধিকার বিষয়ে খুব একটা গুরুত্ব দেননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments