Tuesday, January 28, 2025
Homeজাতীয়সন্ধান মিলল আলোচিত সেই লাস্যময়ী নারীর

সন্ধান মিলল আলোচিত সেই লাস্যময়ী নারীর

অবশেষে খোঁজ পাওয়া গেলো সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াই আলোচিত ভাইরাল সেই লাস্যময়ী নারী যে কিনা সাবেক ডেপুটি স্পীকার টুকু সহ পাবনা জেলা আওয়ামীলীগের অনেক উচ্চ পদস্থ নেতাদের-ই মনোরঞ্জনের খোরাক ছিল। তার নাম মহিমা বিশ্বাস,পিতাঃ মৃত আব্দুর রউফ মালিথা, পাবনা জেলার সদর থানার শালগাড়িয়া, টি বি হাসপাতালের পাশে তার বাসা।

“সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাসভবনে”

তিনি পাবনা জেলা আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী এবং ডোনার , তার রাজনৈতিক পথচলা শুরু হয় পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী হেলেনা’ এবং সাবেক মহিলা এম.পি জলি এর হাত ধরে। ধীরে ধীরে তার সম্পৃক্ততা বাড়ে সাবেক ডেপুটি স্পীকার টুকু সহ পাবনা জেলার সকল বড় বড় নেতা কর্মীদের সাথে।

“পাবনা জেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল রহিম লাল এর আলোচনা সভায় মহিমা বিশ্বাস”

একাধিক সূত্রমতে তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামীলীগের বড় বড় নেতাদের মনোরঞ্জন করে এখন কোটি কোটি টাকার মালিক। এমনকি আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়েছেন। নিজের এলাকায় করেছেন অসংখ্য চাঁদাবাজি। অপকর্ম, চাঁদাবাজি, এবং প্রভাব বিস্তার করার জন্য তার রয়েছে নিজস্ব বাহিনী। তার বিরুদ্ধে এতদিনও এলাকার কেউ কথা বলতে পারেনি এবং থানায় অভিযোগও  দায়ের করতে পারেনি। এমনকি তার হিংস্র থাবা থেকে বাচতে পারেনি তার নিজ পরিবারেরও অনেক সদস্য।

“পাবনা-৪ আসনের এম পি নুরুজ্জামান বিশ্বাস এর সাথে মহিমা বিশ্বাস”

উল্লেখ্য যে তিনি পাবনা জেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল লাতিফ বিশ্বাস এর প্রাক্তন পুত্রবধূ। তার স্বামী মুক্তার বিশ্বাস ২০১৬ সালে মারা যায় কোনো উত্তরাধিকার না রেখেই সেজন্য তিনি ২০১৯ সালে এক পুলিশ কর্মকর্তাকে বিয়ে করেন। বিয়ের পরও নিজের স্বামীকে রেখে তার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যায় প্রাক্তন শ্বশুর বাড়ীতে।

“পাবনা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি এর সাথে মহিমা বিশ্বাস”

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল লাতিফ বিশ্বাস এর সাথে তার পারিবারিক কোনো সম্পর্ক না থাকলেও অন্য কোন ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে। তবে ঘনিষ্ঠ কিছু সূত্রমতে জানা যায় শ্বশুরের অঢেল সম্পত্তির লোভে শ্বশুরকে মনরঞ্জন করতেই নাকি বিশ্বাস বাড়িতে তার আনাগোনা।

“পাবনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন এর সাথে মহিমা বিশ্বাস”

ভুক্তভগিরা অনেকেই প্রশ্ন তুলেছেন বিশ্বাস পরিবার এখন কেন তাকে আশ্রয় দিয়ে যাচ্ছেন ? বিশ্বাস পরিবারের আশ্রয়ে এবং আওয়ামীলীগের আশ্রয়ে তিনি সকল প্রকার অপকর্ম করে থাকেন।

এই বিষয়ে পাবনা জেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল লাতিফ বিশ্বাস এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সোর্স:
নিজস্ব প্রতিবেদক
পাবনা টুডে ডট কম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments